সর্বশেষ

» এনসিপি ছাড়লেন শরীয়তপুরের দুই নেতা

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২৫ | শনিবার

নেতৃত্বে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক রাজনীতির দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা কমিটির দুই শীর্ষ নেতা হঠাৎ করেই সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (১ আগস্ট) ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে দল ছাড়ার ঘোষণা দেন জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য মো. পলাশ খান।

দীর্ঘদিন ধরে এনসিপির শরীয়তপুর জেলার রাজনীতিতে সক্রিয় থাকা এই দুই নেতা দলীয় কার্যক্রম থেকে সরে যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও গুঞ্জন। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে অ্যাডভোকেট তারিকুল ইসলাম লেখেন, ‘ব্যক্তিগত কারণেই আমি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

অন্যদিকে, মো. পলাশ খান ফেসবুকে লেখেন, ‘এটি একটি আবেগঘন সিদ্ধান্ত। তবে সময় এসেছে কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নেয়ার। এনসিপি শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আমার আবেগের জায়গা। কিন্তু জেলা কমিটি গঠনের ক্ষেত্রে কোনো মতামতের সুযোগ রাখা হয়নি। ২-১ জনের ইচ্ছাতেই সব সিদ্ধান্ত হয়েছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি চাই এনসিপি সত্যিকারের বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠুক। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক নেতৃত্ব।’

পদত্যাগের বিষয়ে এনসিপি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ‘আমি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগের স্ট্যাটাস দেখেছি। তবে দলীয় নিয়ম অনুযায়ী এখনো তারা আনুষ্ঠানিক কোনো পদত্যাগপত্র জমা দেননি। হঠাৎ এমন ঘোষণা কিছুটা বিস্ময়কর।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দুই নেতার সরে দাঁড়ানো কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়— বরং এটি জেলার এনসিপি রাজনীতির ভেতরকার অসন্তোষ, সমন্বয়হীনতা ও নেতৃত্বে আস্থাহীনতার প্রতিফলন। ভবিষ্যতে এ ঘটনার পরিপ্রেক্ষিতে দলটির জেলা কমিটিতে পুনর্গঠন বা নতুন নেতৃত্ব গঠনের চাপ বাড়তে পারে।