সর্বশেষ

» ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২৫ | শনিবার

সিলেট বিএম ডেস্ক ::: কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ দিতে হলো মাকেও। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার চাঁদ গ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, চাঁদ গ্রামের হাবিল সরদারের স্ত্রী জোসনা খাতুন (৫৫) ও ছেলে বিপ্লব সরদার (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস শেষে পাওয়ার টিলার নিয়ে বাড়িতে আসছিল। বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মে বৈদ্যুতিক তার ছিড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়। সেসময় তার মা জোসনা খাতুন ফার্মে কাজ করছিল। ছেলের চিৎকার শুনে মা ছুটে আসেন। দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিড়ে ছেলে ও মা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এতে তাদের মৃত্যু হয়েছে।