সর্বশেষ

» সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২৫ | সোমবার

সিলেট বিএম ডেস্ক ::: গত কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে, বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অদিদপ্তর। শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান ধেয়ে আসার কথাও বলা হচ্ছে। ফলে সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টিবলয় সিলেট বিভাগের উপর সক্রিয় থাকায় নিচু এলাকার নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হতে পারে, এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নিজেদের ফেসবুক পেজে এমন বার্তা দেয়।

বার্তায় বলা হয়েছে, এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করবে। দেশের প্রায় ৯০ শতাংশ এলাকাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। বিশেষভাবে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং এখানে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার অতি বন্যাপ্রবণ নিচু এলাকায় বন্যা হতে পারে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আগস্ট মাসে সিলেটে আকস্মিক বন্যার পূর্বাভাস রয়েছে। আগামী ৩ দিন বৃষ্টিবলয়ের কারণে সিলেটে আরও বৃষ্টি হবে। পাশাপাশি, ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেটে উজানের পানির প্রবাহ বেড়ে যেতে পারে, যা নিচু এলাকাগুলোর জন্য বন্যার কারণ হতে পারে। তবে নদ-নদীর পানি বিপৎসীমার কতটুকু উপরে উঠবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।