সর্বশেষ

» শাহপরান থানা পুলিশের অভিযানে ২৩ বস্তা চিনি সহ পিকআপ আটক”গ্রেফতার ২ জন।

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ২৩ (তেইশ) বস্তায়, ১,৭২, ৫০০/-(এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকার ১১৫০ কেজি ভারতীয় চিনিসহ ০১ টি পিকআপ আটক ও ০২ (দুই) জন গ্রেফতারঃ

০৪/০৮/২০২৫খ্রিঃ বিকাল ১৭:০০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) সাজিব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট পরিচালনাকালে শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কে দাসপাড়া মুসলিম স্কুলের পাশে ইসলাম ব্রাদার্স এর সামনে পাকা রাস্তার উপর হতে একটি পিকআপ সহ ভারতীয় চিনি জব্দ ও ০২ (দুই) জনকে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামালঃ ০১ টি ছোট এইচ পিকআপ নীল রংয়ের যার রেজিস্টেশন বিহীন, চেসিস নম্বর-445235R5R300381, ইঞ্জিন নং অস্পষ্ট- মূল্য অনুমান-৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা । পিকআপ হতে ২৩ বস্তা ভারতীয় চিনি প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে সর্বমোট ওজন ১১৫০ কেজি চিনি। মূল্য অনুমান ১,৭২,৫০০/-(এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরাঃ ১। রাজু আহমদ (২২), পিতা- আব্দুল মালিক মাতা- স্বপ্না বেগম সাং- পাকরি ইউপি-দরবস থানা- জৈন্তাপুর, জেলা-সিলেট, ২। মামুন রশিদ (২০), পিতা- নুরুল হক,মাতা-পিয়ারা বেগম সাং- পূ্র্ব গর্দনা,ইউপি-দরবস থানা- জৈন্তাপুর, জেলা-সিলেট। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৩,তাং-০৪/০৮/২০২৫, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।