সর্বশেষ

» আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসায় ব্রিটিশ নাগরিক তানজিনা খাতুনের খাবার বিতরণ

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিয়ালা হাওর চলিতাবাড়ী এলাকায় আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছেন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশী বংশোদ্ভূত, সেনাবাহিনীর সাবেক মেজর (অব:) রুহুল আমিন এর মেয়ে সমাজসেবী কাজী তানজিনা খাতুন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় মাদরাসার হলরুমে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, সমাজে এমন অনেক শিশুরা রয়েছে যারা পরিবারের দরিদ্রতার কারণে ভালো কিছু খাবার খেতে পারে না। যার ফলে প্রায় সময় অসুস্থ থাকে শিশুরা। আমরা যারা বিত্তবান আছি তারা সবসময় ভালো খাবার খেতে পারছি। কিন্তু এই দরিদ্র পরিবারের শিশুরা তা খেতে পারে না। তাই আজকে এই মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই খাবারের আয়োজন করেছি। আমরা যারা বিত্তবান আছি সবারই উচিৎ দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানো। তাহলে দরিদ্র পরিবারের শিশুরা খাবারের চাহিদা মিঠিয়ে সুস্থ্য থাকতে পারবে।
এর পূর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ নাগরিক, বাংলাদেশী বংশোদ্ভূত, সমাজসেবী কাজী তানজিনা খাতুন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মো. লিমন আহমদ, আল-মাদরাসাতু মুহিউস সুন্নাহ আল-ইসলামিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাওঃ শফিকুর রহমান, নায়বে মুহতামিম ক্বারী মাওঃ শিহাব উদ্দীন, নাজিমে তালিমাত ক্বারী মাওঃ তাজুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান শিক্ষক ক্বারী মাওঃ হাঃ সাইদুর রহমান, শিক্ষক ক্বারী মাওঃহাঃ আব্দুল কাইয়ুম, ক্বারী মাওঃ কাওছার বিন আহমদ, ক্বারী মাওঃ জসিম উদ্দীন, শিক্ষিকা মোছাঃ নূর জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি