সর্বশেষ

» বিএনপি’র দলীয় মনোনয়ন মিজান চৌধুরীর প্রাপ্য, বিভ্রান্তিকে তিনি অনেক আগেই জয় করেছেন

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৫ | শুক্রবার

লিখেছেন: মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান
উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ ছাতক সুনামগঞ্জ।
সাবেক যুগ্ম সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।

মিজান চৌধুরী শুধু নিজের স্বপ্ন নয়, সিলেট বিভাগে বিশেষ করে ছাতক দোয়ারা বাজার উপজেলায় অগণিত নেতাকর্মীর স্বপ্নকেও বাস্তবে রূপ দিয়েছেন। দলের জন্য তার উজাড় করা ভালোবাসা সব সময় প্রশংসিত। বিভিন্ন সময়ে মিজান চৌধুরীর চমকিত কৌশল, সভা সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর প্রাণোচ্ছল সরব উপস্থিতির কারণে, শুধু ছাতক দোয়ারা কিংবা সুনামগঞ্জ সিলেটে নয়, সারা বাংলাদেশে তাকে নিয়ে আলোচনা হয়।

মিজান চৌধুরী রাজনীতির সৌন্দর্যে শুধু নয়, যে কোন প্রাকৃতিক দুর্যোগেও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে যুগে যুগে থাকবেন অজস্র জনের আলোচনায়।
রাজনীতির মাঠ তিনির জন্য কখনো মসৃন ছিল না, ছাতক দোয়ারায় রাজনীতির উত্তপ্ত প্রতিযোগিতা সিলেট বিভাগ জুড়ে আলোচনায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন! মিজানুর রহমান চৌধুরী নাকি কলিম উদ্দিন আহমেদ মিলন? এই প্রশ্নের মিমাংসা অনেক আগেই হয়ে গেছে, অনেকে না জেনে, না বুঝে উত্তর খোঁজেন। যোগ্যতা, গ্রহণযোগ্যতা, সাহস, সামর্থ এবং সমর্থক বহুগুণের অপূর্ব সমন্বয় আছে মিজান চৌধুরী রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডে। সুতরাং সময়ের দাবী মিটাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন মিজান চৌধুরীর প্রাপ্য।
আমার প্রশ্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মসুচী কখনো কোথাও কি মিজান চৌধুরী পিছিয়েছেন?
বিএনপি দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল হিসেবে নেতাদের মধ্যে প্রতিযোগিতা গ্রুপিংয় বলয় থাকবেই, দিন শেষে নির্বাচনের দিনে ধানের শীষই আমাদের মুল লক্ষ্য এবং ঐক্য। এখানে কি কারো দ্বিমত আছে?
নেতাকর্মী সাধারণ মানুষ সব সময় প্রতিযোগিতার মাঝে ভালো কিছু খুঁজে। মনে রাখতে হবে বৃহৎ মানুষের আকাঙ্খার বাহিরে কখনোই ভালো কিছু অর্জন করা যায় না। মিজান চৌধুরীর যোগ্যতা সাহস সামর্থ ও জনপ্রিয়তা কাজে লাগতে পারলে শিল্প সমৃদ্ধ ছাতক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দোয়ারা বাজার উপজেলা প্রতিষ্ঠা পাবে অনন্য উচ্চতায়। রাঙ্গামাটি সাজেক না ঘুরে হাজার হাজার পর্যটক আসবে ছাতক সুরমা পাড়ে কিংবা মেঘালয়ের পাদদেশে নয়নাভিরাম বাঁশতলায়। স্থানীয় নেতাকর্মীদের অনুরোধ করছি সতর্ক দৃষ্টি রাখুন, আগাছা আর পরগাছায় মুল গাছ যেন বিনষ্ট না হয়।
শ্রদ্ধেয় প্রিয় নেতা মিজান ভাইকে বলবো ত্যাগীদের চাওয়া ও মনোকষ্ট একটু বুঝতে চেষ্টা করবেন। অনেকেই নিজ স্বার্থে অতি কৌশলী, অনেকের চিন্তা গতিবিধি নিয়ে অনেক নিবেদিত ত্যাগীদের ক্ষোভ লক্ষণীয়। ত্যাগীরা অভিমানী হয় বেঈমান নয়, ত্যাগীরা মনে কষ্ট নিয়েও আপনার ভালো কিছু প্রার্থনা প্রত্যাশা করে, আপনার বিরুদ্ধে যে কোন অপপ্রচারে ত্যাগিরাই সোচ্চার।
আমি আজ হাজার মাইল দুরে তবুও অনেক নেতাকর্মীদের ভালো লাগা মন্দ লাগা অনুভব করি।
প্রিয় নেতা মিজানুর চৌধুরীর আগামীর সাফল্য গৌরব বিজয় আনন্দের মিছিলে হয়তো থাকবো না। তবে এক সময় সামন্য কিছু করেছি সেই কারণে বিজয়ের আনন্দে যথেষ্ট প্রশান্তি পাবো।
পরিশেষে মিজান ভাইয়ের সকল নিঃস্বার্থ ঈমানদার নেতাকর্মীদের বিপ্লবী সালাম, অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা, অনেক নিরন্তর শুভ কামনা।