সর্বশেষ

» শাহপরান থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার ।

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

শাহপরাণ (রহঃ) থানাধীন সাদারপাড়ার রিকশাচালক আয়নাল আলাল গত ১৩-০৪- ২০২৫ খ্রিঃ দুপুরে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৬-০৪-২০২৫ সোনাপুর এলাকার কাঙ্গালীছড়া খালের উত্তর পাড় থেকে তার বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭-০৪-২০২৫ ইং পরিবারের সদস্যরা মরদেহ সনাক্ত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনু আক্তার বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা নং: ১৮/১০৩, তারিখ: ১৯-০৪-২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯৪/৩০২/২০১ দণ্ডবিধি, ১৮৬০ দায়ের করেন।

পরবর্তীতে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গত ০১-০৯-২০২৫ খ্রিঃ সোনারগাঁও থানা পুলিশের সহযোগীতায় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাদিরগঞ্জ মেঘনাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সামছুল হক (৩৯), পিতা: মোঃ তারা মিয়া, মাতা: শাফিয়া বেগম, সাং: গুনই ডাইলাহাটি, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ‘কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি সামছুল হক এর স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনায় ব্যবহৃত লোহার বাট যুক্ত দা উদ্ধার করা হয়েছে। আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কা:বি: ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।