সর্বশেষ

» প্যারিস মেয়র পার্থি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি বলেন নোংরামি বন্ধ করুন,না হয় মানহানির মামলা করবো।

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

ফ্রান্সের প্যারিস সিটির আগামী ২০২৬ সালের মেয়র প্রার্থী এবং সদ্য সাবেক ফ্রাসোয়া বায়রু সরকারের সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতির বিরুদ্ধে ৪,২০,০০০ ইউরো মূল্যের গহনা বা জুয়েলারি সম্পদের তথ্য গোপনের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বরে  তথ্য জানিয়েছেন প্রসিকিউটর টিম। ফরাসি লিবারেশন পত্রিকা জানিয়েছে ২০২৪ সালে রাশিদা দাতি যখন মন্ত্রী হন তার আগে তিনি সম্পদের হিসাব দেন তার ৫.৬ মিলিয়ন ইউরোর সম্পদ রয়েছে। কিন্তু তিনি ৪,২০,০০০ ইউরো মূল্যের গহনার কথা সম্পদে উল্লেখ করেননি। তারই তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে রাশিদা দাতি আজ বলেন “আমাকে নিয়ে নোংরামি করছে মিডিয়া। যা রাজনৈতিক হেনস্তা। আমি কোন তথ্য লুকাইনি। সব কিছু প্রকাশ করেছি। প্যারিস সিটির আগামী নির্বাচনে আমাকে বিতর্কিত করতে এই প্রচেষ্টা। আমি পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করবো। রাশিদা দাতি নিকোলাস সারকোজির দল লেস রিপাবলিকের গুরুত্বপূর্ণ নেন্ত্রী।

রাশিদা দাতি ২০২০ সালের প্যারিস সিটি নির্বাচনের প্রথম রাউন্ডে ২২.৭২% ভোট পান। যা সংখ্যায় ১,২৫,৬৩৯ ভোট পান। দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রাপ্ত ভোট ছিল ১,৬৭,৫১৬, যা মোট ভোটের ৩৬.১৩%। তিনি দ্বিতীয় হয়েছিলেন।

মেয়র আনা হিদালগো প্রথম রাউন্ডে ১,৬২,২১৯ ভোট অর্থ্যাৎ ২৯.৩৩% ভোট পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে, তিনি ২,২৪,৭৯০ ভোট পেয়ে ৪৮.৪৯% ভোট পেয়েছিলেন এবং পুনরায় প্যারিসের মেয়র নির্বাচিত হন ।