সর্বশেষ

» বিদেশ ফেরত সালাউদ্দিন কাদেরকে খলিলপুরে যুব সমাজের ভিন্নধর্মী সংবর্ধনা

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান। যুক্তরাজ্য প্রবাস থেকে স্বদেশে আগত ১নং খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রবাসী সমাজকর্মী সালাউদ্দিন কাদেরকে ঘিরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ৭:৩০মিনিটে শেরপুর বাজারস্থ আল-বারাকা রেস্টুরেন্টে ঐ সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এতে ১নং খলিলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল হামিদ পিলুর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম-আহবায়ক এম তানভীর হাসান ও সদস্য সচিব মোফাদ আহমদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার সংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ মাহফুজ।

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমির মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ চৌধুরী সাহান।

এছাড়াও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ উদ্দিন খাঁন মুন্না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমেদ সহ ১নং খলিলপুর ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তিই নন, তারা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। প্রবাসফেরত সালাউদ্দিন কাদেরের মতো তরুণরা সমাজে নতুন উদ্যম যোগ করবেন বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথি সালাউদ্দিন কাদের তার অনুভূতি প্রকাশ করে বলেন, খলিলপুরের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের সাথে থেকে জাতবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যেতে চাই।

শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে সংবর্ধিত ব্যক্তি ও অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি