সর্বশেষ

» ফ্রান্সের নতুন মন্ত্রিসভা ঘোষণা রোতায়ো পূণরায় স্বরাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৫ | সোমবার

ফ্রান্সের নতুন মন্ত্রিসভা ঘোষণায় স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন ব্রুনো রেতায়ো, তবে নিজের পুনর্নিযুক্তির পরপরই তিনি সরকারের কাঠামো ও রাজনৈতিক ভারসাম্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

শনিবার সন্ধ্যায় সেবাস্তিয়ান লেকার্নু নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হয়, যেখানে অধিকাংশ পদেই আগের সরকারের সদস্যদেরই রাখা হয়েছে। এ কারণে রেতায়ো মন্তব্য করেছেন, “এই সরকার সেই পরিবর্তনের প্রতিফলন নয়, যা জনগণের কাছে প্রতিশ্রুত হয়েছিল।” তাঁর অভিযোগ, “লে রেপাবলিকেন” দলের অংশগ্রহণ থাকলেও মন্ত্রিসভার ক্ষমতার ভারসাম্য সময়ের দাবি পূরণে ব্যর্থ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেতায়ো লেখেন, “এটি কেবল এক রাজনৈতিক সমঝোতার খেলা, প্রকৃত সংস্কারের ইঙ্গিত নয়।” তিনি আরও জানান, এই পরিস্থিতি নিয়ে সোমবার তাঁর দল “লে রেপাবলিকেন”-এর নির্বাহী কমিটির বৈঠক আহ্বান করবে, যেখানে সরকারের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ করা হবে।

অন্যদিকে বিরোধী দল “ল্যা ফ্রঁস ইনসুমিজ”–এর নেতা জঁ-ল্যুক মেলঁশঁ এই মন্ত্রিসভার গঠনকে “এক রাজনৈতিক নাটক” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “মাত্র ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিজ মন্ত্রিত্ব নিয়েই রেতায়োর অসন্তোষ—এ যেন এক রঙ্গমঞ্চের দৃশ্য।”

সমালোচকদের মতে, প্রেসিডেন্টের ঘোষিত “পরিবর্তনের যুগ” বাস্তবে পুরোনো রাজনৈতিক ভারসাম্যেরই পুনরাবৃত্তি। অর্থ মন্ত্রণালয়ে রোলাঁ লেসকুর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্রুনো লে মেয়ারের যোগদান ছাড়া বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

অনেকের মতে, এই পুনর্গঠন ফরাসি রাজনীতিতে প্রতীক্ষিত নতুন অধ্যায় সূচনা করতে পারবে না, বরং শাসক দলের অভ্যন্তরীণ টানাপোড়েন আরও স্পষ্ট করে তুলেছে।