সর্বশেষ

» সুনামি-উপকূলের ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

আন্তর্জাতিক ডেস্ক ::: রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামির ঢেউ আঘাত হেনেছে জাপানে। বুধবার (৩০ জুলাই) সকালে দেশটির হোক্কাইদো দ্বীপে ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে বলে জানিয়েছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান। এ পরিস্থিতিতে রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান।

দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়েমা দ্বীপ থেকে।

 

এদিকে, সুনামির কারণে জাপানের দুই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ফুকুশিমার দাই-ইচি ও ফুকুশিমা দাইনিতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠান দুটি। বিষয়টি নিশ্চিত করেছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)।

এর আগে, আজ ভোরবেলা রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়। এরপর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়। সেই ভূমিকম্পের পর ৪ মিটার (১২ ফুট) উচ্চতার ঢেউ এসে আঘাত হানে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী টোকিওসহ দেশের বেশ কিছু অঞ্চলে আঘাত হেনেছে সুনামির ঢেউ, তবে যতটা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা তারা করেছিলেন, বাস্তবে ততটা হয়নি। সুনামির প্রভাবে বর্তমানে জাপানের পর্ব উপকূলে যেসব ঢেউ উঠছে, সেগুলোর উচ্চতা ৩০ থেকে ৫০ সেন্টিমিটারের মধ্যে।

তবে সুনামির ধাক্কায় জাপানের পরিবহন ব্যবস্থা এলোমেলো হয়ে পড়েছে। জাপানের প্রশান্ত মহাগারের তীরবর্তী বিমানবন্দর সেন্দাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার যাবতীয় অপারেশন বন্ধ করেছে। স্থগিত করা হয়েছে হোক্কাইডো, ওমোরি এবং টোকিও’র মধ্যে ফেরি চলাচল ব্যবস্থাও।

সূত্র : জিও নিউজ, আল জাজিরা, রয়টার্স