সর্বশেষ

» এবার ভারতের ওপর ক্ষেপলেন ট্রাম্প

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার

আন্তর্জাতিক ডেস্ক ::: বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির বিষয়ে কড়া ভাষায় কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। তিনি বলেছেন, এই বাণিজ্য চুক্তি না হলে ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন বলছে, আমেরিকা ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। গতকাল মঙ্গলবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

এর আগে ভারতের সঙ্গে একটি কার্যকর বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আরও আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এ সময় তিনি জানান, ভারতীয় বাজারের কিছু অংশ উন্মুক্ত করতে আগ্রহ দেখিয়েছে দিল্লি। এ বিষয়ে আমেরিকাও আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান জেমিসন।

তবে আগামী ১ আগস্টের মধ্যে শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তির আশা করছে ভারত।

এর আগে, গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন। তখন তা আপাতত ১০ শতাংশে সীমিত রেখে আলোচনার জন্য সময় দেওয়া হয়। কিন্তু সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও ট্রাম্প এখন পর্যন্ত খুব কম দেশ থেকেই চুক্তি আদায় করতে পেরেছেন।

ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের পক্ষে কিছু ‘নির্ধারিত সীমা’ আছে, যা তারা কোনোভাবেই অতিক্রম করবে না। এর মধ্যে রয়েছে, আমেরিকা থেকে জিনগতভাবে পরিবর্তিত (জিএমও) ফসল আমদানির অনুমতি না দেওয়া এবং দুধ ও গাড়ি খাত পুরোপুরি উন্মুক্ত না করা।

তবে ভারতের পক্ষ থেকে কিছু খাতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— গাড়ির যন্ত্রাংশ ও ওষুধশিল্প। ভারতের কৃষি খাত অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু। কোটি কোটি মানুষ এই খাতে জীবিকা নির্বাহ করেন এবং এটি মোদির বিজেপির গুরুত্বপূর্ণ ভোটব্যাংক। সামনে বেশ কয়েকটি রাজ্যে গুরুত্বপূর্ণ নির্বাচন থাকায় মোদি সরকার এসব প্রশ্নে অতিরিক্ত সতর্ক অবস্থান নিয়েছে।