সর্বশেষ

» কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৫ | সোমবার

তথ্য দিন, সেবা নিন” শ্লোগানে কোম্পানীগঞ্জে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন “কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (CJU)”।

১৩ অক্টোবর বিকাল ৪টায় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে আয়োজিত সভায় ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি নিম্নরূপঃ

সভাপতি: মো. নিজাম উদ্দিন (স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের কণ্ঠ)

সহসভাপতি: সালাহউদ্দিন রানা (উপজেলা প্রতিনিধি, সাপ্তাহিক বিশ্ব মিডিয়া)

সাধারণ সম্পাদক: এম এ এইচ শাহীন (উপজেলা প্রতিনিধি, দৈনিক নিরপেক্ষ / ব্যুরো প্রধান, বিশ্ব মিডিয়া)

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. রুবেল আহমদ (ফটো সাংবাদিক, নাগরিকভিউ ডটকম)

অর্থ সম্পাদক: আশরাফ উদ্দিন (উপজেলা প্রতিনিধি, দৈনিক রূপালী বাংলাদেশ)

সাংগঠনিক সম্পাদক: মো. জামাল উদ্দিন (সিলেট প্রতিনিধি, আজকের খবর মাল্টিমিডিয়া)

দপ্তর সম্পাদক: মোহাম্মদ আব্দুল গাফফার (স্টাফ রিপোর্টার, SylhetBm24.com)

প্রচার সম্পাদক: শফিকুল ইসলাম শফিক (প্রতিনিধি, দৈনিক হাওরাঞ্চলের কথা মাল্টিমিডিয়া)

তথ্য প্রযুক্তি সম্পাদক: ফয়ছল আহমেদ নোমান (প্রতিনিধি, দৈনিক বর্তমান দেশবাংলা)

নির্বাহী সদস্য: মো. মাহবুব আলম চৌধুরী জীবন (সিলেট প্রতিনিধি, বাংলা এডিশন)

সদস্যবৃন্দ:

মো. মানিক মিয়া (প্রতিনিধি, দৈনিক দেশ প্রতিদিন)

মো. মনোয়ার পারভেজ (প্রতিনিধি, দৈনিক প্রথম প্রহর)

মো. মঈন উদ্দিন (ফটো সাংবাদিক, বিশ্ব মিডিয়া)

মো. রুহুল আমীন রুবেল (প্রতিনিধি, দৈনিক তালাশ টাইমস)

সাদিকুর রহমান (প্রতিনিধি, সাপ্তাহিক সিলেট পত্রিকা)

সভায় উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস এবং উপদেষ্টাবৃন্দ এডভোকেট কামাল হোসেন, হাজী মো. আবুল বাশার, আহমদ শাহনেওয়াজ লিটন, তাজ উদ্দিন আহমদ ও ইলিয়াছ আলী।

নবগঠিত নেতৃবৃন্দ জানান, সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে CJU। শিগগিরই হবে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান।