সর্বশেষ

» এসডিজি অর্জনের পূর্বশর্ত হলো সুশাসন ও জবাবদিহিতা: কাইয়ুম চৌধুরী

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের পূর্বশর্ত হলো সুশাসন ও জবাবদিহিতা। গণতন্ত্রহীন পরিবেশে এসডিজি অর্জন সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় “এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ”-এর আয়োজনে সিলেটের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় উপরোক্ত কথা বলেন কাইয়ুম চৌধুরী।

সভায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলের ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায়পাল প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কেউ অন্যায় করার আগে তিনবার চিন্তা করবে।

তিনি আরও বলেন, “আমার কাছে দলই প্রাণ। তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন আন্দোলন ও সংগ্রামে অটল ছিলাম, তেমনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

নিজ বক্তব্যে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন,বিচারব্যবস্থার সংস্কারে জুডিশিয়াল কমিশন ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন, বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, এবং তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে মিডিয়া কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, একাডেমিক, ব্যবসায়ী, নারী নেতৃত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

নাগরিক সমাজের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, “আগামী নির্বাচনে আপনি কী প্রত্যাশায় ভোট দেবেন? নবনির্বাচিত সরকারের কাছে আপনার প্রধান দাবি কী?”

উত্তরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমি এমন একটি নির্বাচনের প্রত্যাশা করি যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটের ফলাফল জনগণের রায় অনুযায়ী প্রতিফলিত হবে। আমাদের প্রধান দাবি— জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার। যে সরকারই নির্বাচিত হোক, তার প্রথম দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসনের নিশ্চয়তা প্রদান।”