সর্বশেষ

» ১৯ তারিখে বিএনপি চেয়ারপারসনের অফিসে আসন ভিত্তিক সাক্ষাৎকারে সিলেট ৬টি আসনে যাদের ডাকা হয়েছিলো

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৫ | শুক্রবার

বিশেষ প্রতিবেদন :

বিএনপির একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে এই তালিকায় সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির ছাড়া ঐ আসনে অন্য কোন প্রার্থীর সাক্ষাৎকারে জন্য বিএনপির পক্ষ থেকে কোন চিঠি ইস্যু করা হয়নি একই ভাবে সিলেট  ২ আসনে গুম হওয়া সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী পত্নি তাহসিনা রুশদি লুনা ছাড়া অন্য কোন প্রার্থীকে সাক্ষাৎকারে জন্য বিএনপির পক্ষ থেকে কোন চিঠি ইস্যু করা হয়নি।

তাছাড়া সিলেটের অন্যান্য আসন গুলোতে মনোনয়ন প্রত্যাশিদের চুড়ান্ত দৌড় ঝাপ শুরু হয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবারের নির্বাচন কে সামনে রেখে নেতাদের জনপ্রিয়তা স্বচ্ছতা কে প্রাধান্য দিচ্ছেন বলে জানা গেছে। চলতি মাসেই সিলেটের অন্যান্য আসনের প্রার্থিতা চুড়ান্ত হবে বিএনপির একাধিক সুত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসন অফিস সুত্রে জানা গেছে গত ১৯ তারিখে বিএনপির চেয়ারপারসনের অফিসে আসন ভিত্তিক সাক্ষাৎকারে যাদের ডাকা হয়েছিলো তাদের মধ্যে নির্ধারিত আসন যেগুলো তে প্রার্থীতা নির্ধারণ হয়ে গেছে সেই আসন গুলো তে অন্য কোন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়নি বা কাউকে এই আসন গুলোতে সাক্ষাৎকারের অন্য কোন প্রার্থী কে সাক্ষাৎকারের জন্য তালিকা ভূক্ত করা হয়নি। তাছাড়া সিলেট ৩ আসনে যাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিলো তাদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী , সিলেট ৪ আসনে সাক্ষাৎকারের জন্য বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম। সিলেট ৫ আসনে জেলা বিএনপির সহ-সভাপতি চাকসু মামুন ও উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আশিক চৌধুরী , সিলেট ৬ আসনে সাক্ষাৎকারের জন্য সর্বোচ্চ সংখ্যক প্রার্থী কে ডাকা হয় তারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী,  জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম,  সৈয়দা আদিবা , জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী , ২০১৮ সালে ধানের শীষ পেয়ে নির্বাচনে অংশ নেওয়া ফয়সল আহমদ চৌধুরী ও সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান।