সর্বশেষ

» ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৫ | বুধবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক র‍্যালির আয়োজন করা হয়েছে।

র‍্যালিটি শুক্রবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

দিবসটি উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা ও পৌর ইউনিটেও পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজেদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন।