সর্বশেষ

» হবিগঞ্জে ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার

সিলেট বিএম ডেস্ক :::: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের বাবার মৃত্যু হয়েছে। গত বুধবার (৩০ জুলাই) উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিষু পাল (৬৫) ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই (বৃহস্পতিবার)। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল, যেখানে ছিল লিকেজ। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিষু পাল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিয়ের আনন্দময় পরিবেশ হঠাৎ করে বিষাদে পরিণত হয়েছে।

এদিন বিকেলে বিষু পালের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে যেতে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।