সর্বশেষ

» মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘গ্রিন স্কুল,ক্লিন স্কুল’ কর্মসূচি পালিত

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার

সংবাদদাতা, মধ্যনগর ::: সুনামগঞ্জের মধ্যনগরে শহিদদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি পালন উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব শহিদদের স্মরণে গ্রিন স্কুল ক্লিন স্কুল’ কর্মসূচি পালিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিষদ ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ উপলক্ষে রবিবার( ৩আগষ্ট) দুপুরে মধ্যনগর বি.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার,মধ্যনগর বি.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, সহকারী কমিশনার হাসিবুল হাসান, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসায়াদ বিন খলিল রাহাত, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহ’র পিতা হাজী সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।
#