সর্বশেষ

» শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত।

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

অদ্য ০৫-০৮-২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি,সিলেটে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সিলেট-এর আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার জনাব খান মো. রেজা-উন-নবী, এসএমপি‘র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সিলেট জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জুলাই যোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভাগীয় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।