সর্বশেষ

» ভক্তদের নতুন চমক দিলেন মানসী সেনগুপ্ত

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৫ | শনিবার

বিনোদন ডেস্ক ::: দ্বিতীয়বার মা হওয়ার পর আবারও অভিনয়ে ফিরেছেন ওপার বাংলার অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সংসার ও মাতৃত্ব সামলানোর পাশাপাশি এবার ভক্তদের জন্য দিলেন নতুন সুখবর- শুরু করছেন নিজের শাড়ির ব্র্যান্ড ‘দ্য সুতি বাই মানসী’।

সম্প্রতি একটি ভ্লগে মানসী জানান, তার ব্র্যান্ডের প্রথম শাড়িটি তিনি মাকে উপহার দিয়েছেন। তবে শাড়িটি কিনেছেন তার বোন রাইমা সেনগুপ্ত। ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক না আনার কথাও উল্লেখ করেন তিনি।

মানসীর ভাষায়, খুব শিগগিরই ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। তার বোন রাইমাই হবেন নতুন ব্র্যান্ডের মডেল।