সর্বশেষ

» বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৫ | শনিবার

বিনোদন ডেস্ক ::: বলিউডে দীর্ঘদিন ধরে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক চলছেই। এবার সরাসরি মুখ খুললেন অভিনেত্রী কৃতি স্যানন, প্রশ্ন তুলে যে, একই কাজের জন্য নারী ও পুরুষের পারিশ্রমিক কেন সমান হয় না।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিমাণ কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হয় না। কৃতি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে বলছি, আমি বুঝি না বেতনের এত তারতম্য কেন? কিছু কিছু কাজের ক্ষেত্রে, পুরুষ বা মহিলা- এটা কোনো ব্যাপারই নয়। পারিশ্রমিক সমান হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘যেখানে নারীকেন্দ্রিক ছবিও তৈরি হয়, সেখানে বাজেট কম ধরা হয়। পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় ব্যবসা কম হওয়ার কারণ ধরে নিয়ে অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি-এটা একটা বৃত্তের মতো।’

কৃতি স্যাননের এই মন্তব্য আবারও বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক সমতার আলোচনায় নতুন করে ইন্ধন যোগ করল।