সর্বশেষ

» জন্মদিনে যা করলেন দীপিকা

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক ::: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যা দুয়া এবার এক বছরে পা রাখল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মের খবর প্রকাশ করেছিলেন দীপিকা। এরপর দীপাবলির সময়ে মেয়ের নাম জানিয়েছিলেন তিনি।

প্রথম জন্মদিনে কোনো জমকালো আয়োজন না করে ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করেছেন এই দম্পতি। ভারতীয় গণমাধ্যম জানায়, মেয়ের জন্য নিজের হাতে চকলেট কেক বানিয়েছেন দীপিকা। এটাকেই তিনি বলেছেন তার ‘লাভ ল্যাঙ্গুয়েজ’।

তবে এক বছরের হলেও এখনো পর্যন্ত দুয়ার মুখ প্রকাশ্যে আনেননি তারা। দীপিকা বারবারই মিডিয়া ও ফটোগ্রাফারদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন।

এর মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে দীপিকার কোলে এক শিশুকন্যাকে দেখা যায়। ভক্তদের দাবি, এটাই দুয়া। ভিডিওতে আরও দেখা গেছে, শিশুর মুখ ক্যামেরায় ধরা পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান দীপিকা এবং ক্যামেরা বন্ধ করতে বলেন।

ভিডিও নিয়ে দীপিকা কিংবা রণবীর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে- বলিউড তারকাদের সন্তানদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কতটা জরুরি।