সর্বশেষ

» বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন কাদের

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার

রাজনীতির মাটি ছাড়েননি তিনি, যদিও পেশাগত জীবনে ছিলেন দূর প্রবাসে। দীর্ঘদিন যুক্তরাজ্যে থেকেও নিজের দেশের মানুষের খোঁজখবর রাখা, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা- এসবই তাকে দিয়েছে ভিন্ন মর্যাদা। আর তাই শনিবার সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন অবতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাদের, তখন দৃশ্যটা হয়ে ওঠে ফুলেল ভালোবাসার উৎসব। এ সময় খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে মিছিল নিয়ে হাজির হন বিমানবন্দরে। হাতে ফুলের তোড়া, গলায় মালা, মুখে শ্লোগান- “খলিলপুরের গর্ব, আমাদের সালাউদ্দিন ভাই!” বিমানবন্দরের প্রাঙ্গণ মুহূর্তেই রূপ নেয় ছোটখাটো সমাবেশে। দেশে ফেরার পর প্রথম বক্তব্যে সালাউদ্দিন কাদের বলেন,”দেশের মানুষকে ভালোবেসে, তাদের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই আমি রাজনীতিতে এসেছি। দীর্ঘদিন বিদেশে থেকেছি, কিন্তু মাটির টান কখনো কমেনি। আজ আপনাদের এই ভালোবাসা আমার শক্তি। আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে সৎ ও ন্যায্য রাজনীতির ধারা ফিরিয়ে আনতে চাই।”এ সময় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং খলিলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু এব সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব মুফাদ আহমেদ। এতে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ তালকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ, ছালেক মিয়া, সুহেল পাশা, রিমন খান, স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না খাঁন, সুহেল আহমদ, আখতার, মাসুম জামিল, শামিম এবং ছাত্রদলের সুক্তার আহমেদ, সুয়েব আহমেদ, অনিক আহমেদ, জাকারিয়া, মিনহাজ, সামাদ, নাঈম, শাফায়াত সহ আরও অনেকে।স্থানীয় রাজনীতিতে সালাউদ্দিন কাদেরের প্রত্যাবর্তনকে তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তাদের মতে, “খলিলপুরের রাজনীতিতে সালাউদ্দিন ভাইয়ের মতো নিবেদিতপ্রাণ তরুণ নেতৃত্বের ফিরে আসা আমাদের শক্তি।” বিমানবন্দরের ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে যেন নতুন উদ্যমে রাজনৈতিক মাটিতে পা রাখলেন এই তরুণ নেতা। প্রেস বিজ্ঞপ্তি