সর্বশেষ

» যুক্তরাষ্ট্রে একসঙ্গে ক্যামরাবন্দি শাকিব-বুবলী

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০২৫ | রবিবার

বিনোদন ডেস্ক ::: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এর পরেই খবর পাওয়া যায়, তার স্ত্রী শবনম বুবলী এবং ছেলে শেহজাদ খান বীরও সেখানে যাচ্ছেন। তবে তারা কখন যাবেন, সে বিষয়ে কিছুই জানাননি। অবশেষে একসঙ্গে তাদের দেখা গেল।

নিউ ইয়র্ক থেকে বুবলী নিজেই কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে, শাকিব-বুবলী দম্পতি তাদের সন্তানকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। কয়েকটি ছবিতে তাদের রোমান্টিক মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।

এর আগে, দুই বছর আগে শাকিব খান বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। সে সময় তারা নিউ ইয়র্ক, নায়াগ্রাসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।

দেশে ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে সুন্দর স্মৃতি থাকুক।’ তখন তিনি জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।

এবার সেই কথারই বাস্তবায়ন ঘটছে। শাকিব খান তার ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে আছেন, আর চলতি মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা গেছে।